মালঞ্চ গ্রামের একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি আলহাজ্ব এম.এ. গফুর মন্ডলের চিন্তা চেতনার বহি প্রকাশ ঘটে মালঞ্চ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তিনি এলাকার ছেলে মেয়েদের জামালপুর ও মেলান্দহের লেখাপড়ার যাওয়ার দুরত্ব কমানোর মানষে ১৯৬২ সনে উক্ত বিদ্যালয় স্থাপন করেন। এলাকার বিত্ত শিক্ষানুরাগী অন্য হিতাকাঙ্খীদের মেধা ও জ্ঞান সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের অবকাঠামো স্থাপন করেন। তিনি বিদ্যালয়ের নতুন ৪র্থ তলা ভবন সহ অন্যান্য অবকাঠামো তার সুযোগ্য দৌহিত্র দানভীর আলহাজ্ব হাসান মাহমুদ রাজা সাহেবের কর্তৃক বিগত ২০০০ সালে নির্মিত হয়। নির্মানকৃত বড় অংকের অর্থদানের প্রেক্ষিতে এলাকাবাসী বিদ্যালয়টির নতুন নাম করণ মালঞ্চ এম.এ.গফুর উচ্চ বিদ্যালয় করার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়িত হয়। বিদ্যালয়টি জামালপুর জেলায় একটি গর্ভিত প্রতিষ্ঠান হিসাবে চিহ্নিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস